ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কি এ দুটি সম্পর্কে বিস্তারিত জানুন
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কি বর্তমান যুগ ইন্টারনেটেরটের যুগ, তথ্য প্রযুক্তির
যুগ। তথ্য প্রযুক্তির এ যুগে আমাদের দেশের হাজারো তরুণ তরুণীরা ফ্রিল্যান্সিং এর
সাথে জড়িত আছে। তারা ঘরে বসে অর্থ উপার্জন করছে। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টর
সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সেক্টর হলো ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
যেটা সম্পর্কে অনেক ফ্রিল্যান্সাররাই অজানা।
আপনি কি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কি এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন?
আপনি যদি ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে না জেনে থাকেন তাহলে, আমরা
এই আর্টিকেলটির মাধ্যমে আজ আপনাদের ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ
দুটি সেক্টর ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা
দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন।
পেজ সূচিপত্রঃ ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কি
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কি
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কি, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট হলো একটি ওয়েবসাইট
দেখতে কি রকম হবে সেটি নির্ধারণ করা। একটা ওয়েবসাইট তৈরি করার পর সেটাকে
ডিজাইন করার জন্য একজন ওয়েব ডিজাইনার ও ডেভলপারের এর প্রয়োজন হয়। একজন ওয়েব
ডিজাইনারের কাজ মূল কাজ হলো একটি পুরো ওয়েবসাইটের টেম্পলেট তৈরি করা।
যেমন মনে করুন, একটি ওয়েবসাইটের লে-আউট কি রকম হবে, হেডার তৈরি করা, বিভিন্ন
মেনু কোন অবস্থানে থাকবে, ওয়েবসাইটের সাইটবার তৈরি করবে কিনা, ইমেজ কিভাবে
সেটআপ করবে ইত্যাদি। আরো সহজভাবে বলতে গেলে একটি ওয়েবসাইটের তথ্য কি রকম হবে
এবং সেগুলো কোথায় জমা থাকবে এগুলো নিয়ে চিন্তা না করে, ওয়েবসাইটের তথ্যগুলো
কিভাবে সবাইকে দেখানো হবে সেটা করাটাই হলো একজন ওয়েব ডিজাইনারের কাজ।
আর ওয়েব ডেভেলপমেন্ট হলো একটা ওয়েবসাইটের মধ্যে প্রাণ দেওয়া। একজন ওয়েব
ডিজাইনার একটি ওয়েবসাইটের মধ্যে যে ডিজাইন করে সেটার প্রত্যেকটি উপকরণকে
ডায়নামিক এবং ফাংশনাল করার জন্য যে কর্মকাণ্ড করার জন্য পরিচালিত হয়ে থাকে
তাই ওয়েব ডেভেলপমেন্ট। একটি ওয়েবসাইটে একজন ওয়েব ডেভলপারের কাজগুলো হলো
ডাটাবেজ নিয়ন্ত্রণ করা, ডাটা প্রসেসিং করা, সিকিউরিটি তৈরি করা, ইউজার ও
ওয়েবসাইটের এডমিনের ক্ষমতা কন্ট্রোল করা। ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট হলো
বর্তমান ইন্টারনেটের এ যুগে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির পরিচয় সবার সামনে তুলে
ধরার খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো ওয়েবসাইট।
ওয়েব ডেভেলপমেন্ট কত প্রকার
ওয়েব ডেভেলপমেন্ট হলো একটি ওয়েবসাইট কি তৈরি করে সেটিকে সেটআপ করা।একটি
ওয়েবসাইটকে কোডিং বা প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করে সেটা কাস্টমাইজেশন করে
ব্যবহার উপযোগী করে তোলা। একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য প্রোগ্রামিং
ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পুরোপুরিভাবে দক্ষতা অর্জন করতে হবে।
যারা ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করে তাদেরকে ওয়েব ডেভলপার বলা হয় একজন
ডেভলপারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কিছু কাজ যেমন html এর উপর দক্ষতা অর্জন
করতে হবে। html একটি ওয়েবসাইটের গঠন তৈরিতে সহায়তা করে। একজন ওয়েব
ডেভেলাপারের css জানতে হয়। কারণ css এর মাধ্যমে একটি ওয়েবসাইট পুরোপুরিভাবে
ডিজাইন করে ব্যবহার উপযোগী করা হয়। তাছাড়াও জাভাস্ক্রিপ্ট একই ওয়েবসাইট কে
প্রাণ দিয়ে থাকে। ওয়েব ডেভেলপমেন্ট ৩ প্রকারঃ
- ফ্রন্ট এন্ড বা ক্লায়েন্ট এন্ড ডেভেলপমেন্ট
- ব্যাক এন্ড বা সার্ভার এন্ড ডেভেলপমেন্ট
- ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট
ফ্রন্ট এন্ড বা ক্লায়েন্ট এন্ড ডেভেলপমেন্টঃ এই ধরনের ডেভলপাররা HTML,
CSS, JavaScript এসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে একটি ওয়েবসাইট এর
ওয়েব পেইজ ডিজাইন করে। যারা ওয়েবসাইট ডিজাইন করে থাকে তাদেরকে ওয়েব ডিজাইনার
বলা হয়। একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার ওয়েবসাইটের ডিজাইন করা এবং থিম
কাস্টমাইজেশনের জন্য কোডিং করে।
ব্যাক এন্ড বা সার্ভার এন্ড ডেভেলপমেন্টঃ ওয়েবসাইট গুগলে র্যাংক করার
জন্য ব্যাক এন্ড বা সার্ভার এন্ড ডেভেলপমেন্ট ব্যবহার করা হয়। এই ধরনের
ডেভেলপমেন্টে ইন্টারনেট ব্যবহারকারীরা কোন প্রকার ইন্টারফেস দেখতে পাই না।
ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে সব ওয়েবসাইটের কোডিং করা হয়। যেটি ওয়েবসাইটকে গুগলে
র্যাংক করাতে সহায়তা করে। এই ধরনের ডেভলপাররা কাজ সম্পাদন করার জন্য PHP,
JAVA, Ruby, Python,.Net এরকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে।
ফুল স্ট্যাক ডেভেলপমেন্টঃ ফুল স্ট্যাক ডেভলপাররা ফ্রন্ট এন্ড
ডেভেলপমেন্ট ও ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এই দুই ধরনের কাজই সম্পাদন করে থাকে।
অর্থাৎ, এ ধরনের ওয়েব ডেভলপাররা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ যেমন-
HTML,CSS,JavaScript এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্টের ভাষা যেমন- PHP, Java,.Net
সমূহ।
ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য কি কি শিখতে হবে
যারা ওয়েবসাইট এর ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তাদেরকে ওয়েব ডেভেলপার বলা
হয়। ওয়েব ডেভেলপমেন্ট এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হল ফুল স্ট্যাক
developer এর কাজ। আপনি যদি ফুল স্ট্যাক ডেভলপার হতে চান তাহলে আপনাকে html,
css, javascript, php,ruby, phythom এসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ওপর
দক্ষতা অর্জন করতে হবে।
অর্থাৎ, আপনি যদি একজন ওয়েব ডেভলপার হতে চান তাহলে আপনাকে প্রোগ্রামিং
ল্যাঙ্গুয়েজ এর উপর পুরোপুরি ভাবে দক্ষতা অর্জন করতে হবে। একজন ওয়েব
ডেভলপারের কাজ হলো একটি ওয়েবসাইট ক্রিয়েট থেকে শুরু করে সেটা কাস্টমাইজেশন
এবং গুগলে দেওয়া পর্যন্ত যাবতীয় প্রসেসিংসমূহ।
একজন ওয়েব ডেভেলপার তার সমস্ত কাজগুলো ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ফুল
স্ট্যাক হিসেবে কাজ চলছে কিনা সেটা বিভিন্ন রকমের কাজের উপর নির্ভর করে।একজন
ওয়েব ডেভেলপারের কাজ হলো এমন একটি অ্যাট্রাক্টিভ পণ্য তৈরি করা যেটার প্রতি
ক্লায়েন্ট এবং গ্রাহকের বিশেষভাবে আলাদা একটা চাহিদা থাকবে। ওয়েব ডেভেলপমেন্ট
এর জন্য উক্ত কাজের প্রতি দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আপনি একজন ভালো ওয়েব
ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন।
ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার
ফ্রিল্যান্সিং জগতের মধ্যে অনেক রকমের কাজের সেক্টর রয়েছে তার মধ্যে ওয়েব
ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ সেক্টর। যেটির উপরে ভালোভাবে দক্ষতা অর্জন করতে
পারলে নিজের ক্যারিয়ারকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন।
বাংলাদেশে একজন ওয়েব ডেভলপার মাসে এক লক্ষ টাকারও বেশি আয় করতে পারে। শুধু এর
জন্য প্রয়োজন ভালো একটি স্কিল বা দক্ষতা। শুধু আমাদের দেশেই নয় বরং দেশের
বাইরেও ওয়েব ডেভেলপমেন্ট এর কাজের ব্যাপক চাহিদা রয়েছে।
ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলো যেমন- ফাইবার, আপ ওয়ার্ক এগুলোতে ডিজিটাল
মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এর পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্টের অনেক চাহিদা
রয়েছে। যদি আপনি প্রোগ্রামিং শিখতে পারেন তাহলে একজন ভালো ওয়েব ডেভেলপার হতে
পারবেন। কারণ ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ওপর
দক্ষতা অর্জন করতে হয়। বর্তমানে শুধু একটি কোম্পানিতেই নয় বিভিন্ন আইটি
সেক্টরে ও ওয়েব ডেভেলপমেন্টের জনপ্রিয় অনেক।
তাছাড়াও বিভিন্ন মার্কেটপ্লেসে ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপক চাহিদা রয়েছে।
যেখানে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ডেভলপাররা কাজ করে যাচ্ছে। এখন শুধু
বাইরের দেশের ফ্রিল্যান্সাররাই নয় বরং আমাদের দেশের ফ্রিল্যান্সিং সেক্টরের
অনেক তরুণ তরুণী ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে জায়গা করে নিয়েছে।
তাই আমার মতে বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরের জনপ্রিয় একটি কাজ হলো ওয়েব
ডেভেলপমেন্ট যেটার চাহিদা বাংলাদেশে অনেক বেশি। আপনিও চাইলে এসটিএমএল ও সিএসএস
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উপর দক্ষতা অর্জন করে একজন ওয়েব ডেভলপার হতে
পারেন। এটি মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে
পারবেন।
ওয়েব ডিজাইন এর কাজ কি
বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই একটি করে ওয়েবসাইট
থাকা অনেক জরুরী। আর এই জন্যই বর্তমানে সময়ের সাথে পাল্লা দিয়ে ওয়েব ওয়েব
ডিজাইনারদের চাহিদা বেড়েই চলছে। ওয়েব ডিজাইন হলো একটি ওয়েবসাইটের সৌন্দর্য
বৃদ্ধির জন্য কাস্টমাইজেশন করা। অর্থাৎ, একটি ওয়েবসাইট দেখতে কেমন হওয়া উচিত
বা ভিজিটররা ওয়েবসাইট কিভাবে পাবেন সেটা নির্ধারণ করা।
একটি ওয়েবসাইট তৈরি করে সেটাকে সুন্দর করে ডিজাইন করাই হলো ওয়েব ডিজাইন এর
কাজের অন্তর্ভুক্ত। যারা ওয়েবসাইট ডিজাইন করে থাকে তাদেরকে ওয়েব ডিজাইনার বলা
হয়। একটি ওয়েবসাইটের মেনুবার, ফ্রন্ট কালার, আউট লুক, সাইজ ইমেজ, সাইড
মেনুবার, টুলবার ইত্যাদি কোন জায়গায় থাকবে কিভাবে থাকবে সেটি নির্ধারণ করা
ওয়েব ডিজাইন এর কাজের অন্তর্ভুক্ত।
তাছাড়াও ওয়েব সাইটের কন্টেন্ট কিভাবে সাজানো গোছানো থাকবে এবং ভিজিটররা
কিভাবে ওয়েবসাইটটি দেখবেন এ সমস্ত কাজ গ্রাফিক্স ডিজাইন এর কাজের অন্তর্ভুক্ত।
ওয়েব ডিজাইনারদের মূল কাজসমূহ হলো ভিজিটরা প্রতিনিয়ত যেই ওয়েবসাইট গুলো বেশি
বেশি ভিজিট করে থাকে সেই চাহিদা মোতাবেক ওয়েবসাইট তৈরি করা।
ওয়েব ডিজাইন কোর্স
ফ্রিল্যান্সিং জগতের আরও একটি গুরুত্বপূর্ণ সেক্টর হলো ওয়েব ডিজাইন। যেটার
চাহিদা আমাদের দেশে ব্যাপক। ওয়েব ডিজাইনার এবং ডেভলপার দুজনই ওয়েবসাইট নিয়ে
কাজ করে থাকে। আমাদের দেশে ওয়েব ডিজাইনের অনেক চাহিদা রয়েছে। বাংলাদেশ একজন
ডিজাইনার মাসে লাখ টাকার উপর আয় করতে পারবে।
তাছাড়া শুধু আমাদের দেশেই নয় ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ডিজিটাল মার্কেটিং,
গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদির পাশাপাশি ওয়েব ডিজাইন এর চাহিদা
রয়েছে। তাই আপনিও চাইলে ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট শিখে আপনার
ক্যারিয়ার গড়তে পারেন।
ওয়েব ডিজাইনের কোর্সসমূহ হলো-
- ওয়েবসাইট তৈরির জন্য প্ল্যানিং
- ওয়েবসাইট ডিজাইনিং এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা পুডিং সম্পর্কে সঠিক ধারণা
- ওয়েবসাইট কাস্টমাইজেশন
- ওয়েবসাইটের লেআউট ও টেমপ্লেট তৈরি করা
- ইউজার ফ্রেন্ডলি একটি ওয়েবসাইট তৈরীর সকল পদ্ধতি
ওয়েব ডিজাইন শেখার বই pdf
ওয়েব ডিজাইন শেখার বই pdf বর্তমান সময়ে আমাদের দেশে ওয়েব ডিজাইন ও
ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং সেক্টরের অনেক গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় একটি কাজ।
তথ্য প্রযুক্তির এই যুগে অনেকেই ঘরে বসে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাই।
যারা মূলত স্টুদেন্ট তারা তাদের অবসর সময় পার করার জন্য অনলাইন থেকে ইনকাম
করার উপায় খুঁজে। আর বর্তমানে সময়ে ফ্রিল্যান্সিং জগতের একটি ভালো সেক্টর হলো
ওয়েব ডিজাইন এর কাজ।
ওয়েব ডিজাইন এর উপর দক্ষতা অর্জন করার জন্য আমাদের দেশে অনেক রকমের আইটি
সেক্টর রয়েছে। যেগুলো মাধ্যমে ঘরে বসে ইন্টারনেটের ব্যবহার করে খুব সহজেই
ওয়েব ডিজাইন এর কাজ শেখা যায়। কিন্তু ওয়েব ডিজাইনের কাজ শিখতে অনেকেরই হয়তো
ওয়েব ডিজাইনের বিভিন্ন রকমের বই প্রয়োজন পড়ে। তাই আজ আমরা আপনাদের ওয়েব
ডিজাইন শেখার জন্য যে বইগুলো প্রয়োজন পড়বে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার
চেষ্টা করব।
আপনারা অনেকে হয়তো বিভিন্ন ওয়েবসাইটে ওয়েব ডিজাইন শেখার বই এর পিডিএফ
খোঁজছেন। অনেক খোঁজাখুঁজি করার পরও যদি আপনি ওয়েব ডিজাইন শেখার বিভিন্ন বই
গুলোর সন্ধান না পেয়ে থাকেন তাহলে এই এই আর্টিকেল থেকে আপনি সঠিক তথ্য পাবেন।
গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখার জন্য আপনি নিম্নলিখিত বইগুলোড় পিডিএফ পাওয়ার
জন্য গুগলে গিয়ে সার্চ দিন।
- html 5 বাংলা পিডিএফ বই
- html সকল ট্যাগ লিস্ট
- seo বাংলা e-book
- ওয়ার্ডপ্রেস বাংলা ই বুক
- css বাংলা পিডিএফ বই
লেখকের মন্তব্যঃ ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কি
সম্মানিত পাঠ্যবৃন্দ, আজকে এই আর্টিকেলটির মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কি এটার খুঁটিনাটি বিস্তারিত সব তথ্যসমূহ সম্পর্কে।
আশা করি আমার এই লেখাটি দ্বারা আপনি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট সম্পর্কে
বিস্তারিতভাবে ধারণা নিতে পেরেছেন। ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং
জগতে সবচেয়ে জনপ্রিয় দুটি সেক্টর। যেটার উপর দক্ষতা অর্জন করতে পারলে আপনি
আপনার ক্যারিয়ার গড়তে পারবেন।
আমার এই আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, এই আর্টিকেলটি যদি আপনার
উপকারে আসে তাহলে আমার এই লেখাটি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন। যেন আপনার
বন্ধু ও আর্টিকেলটি পড়ার মাধ্যমে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কি এটা সম্পর্কে
বিস্তারিত জেনে তার ক্যারিয়ার গড়তে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন এমন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি
ভিজিট করুন। সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে আমার এই লেখাটি শেষ করছি আল্লাহ
হাফেজ।
আর এইচ ড্রিম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url