উম্মে দিয়ে মেয়েদের ইসলামিক নাম এর তালিকা অর্থসহ
প্রতিটি মুসলমান ঘরে একটি মেয়ে জন্ম নিলে সে ঘরে আল্লাহ তায়ালার রহমত নাযিল
হয়। অনেক মা বাবাই আছেন যারা তার ছেলে মেয়েদের সুন্দর একটা ইসলামিক নাম রাখতে
চান। নামের আগে উম্মে দিয়ে তারপর মেয়ের ইসলামিক নাম রাখতে চাই অনেকেই। তাই আজকে
উম্মে দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ আপনাদের মাঝে তুলে ধরবো।
আপনি যদি আপনার মেয়ের উম্মে দিয়ে সুন্দর একটি নাম রাখতে চান তাহলে আজকের এই
আর্টিকেলটি আপনার জন্যই। এই আর্টিকেলটির মাধ্যমে আমরা উম্মে দিয়ে কিছু নামের অর্থ
সহ ব্যাখ্যা করবো। তাই মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন।
পেজ সূচিপত্রঃ উম্মে দিয়ে মেয়েদের ইসলামিক নাম এর তালিকা অর্থসহ
উম্মে দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়কালে
অনেক মহিলা সাহাবীদের নামের আগে উম্মে কথাটি ছিলো। চলুন তাহলে উম্মে দিয়ে
মেয়েদের ইসলামিক কিছু নাম জানা যাক।
- উম্মে হালিমা (Umme Halima)- অর্থ= দয়ালু
- নুসরাত (Umme Nusrat)- অর্থ= সাহায্য
- উম্মে আয়েশা (Umme Ayesha)- অর্থ= সমৃদ্ধশালী
- উম্মে নাফিজা (Umme Nafija)- অর্থ= পবিত্র
- উম্মে ফারজানা (Umme Farzana)- অর্থ= জ্ঞানী
- উম্মে আসমা (Umme Asma)- অর্থ= অতুলনীয়
- উম্মে কুলসুম (Umme Kulsum) - অর্থ স্বাস্থ্যবতি
- উম্মে আম্মারা (Umme Ammara)- এটি একটি মহিলা সাহাবীর নাম ছিলো
- উম্মে সালমা (Umme Salma)- অর্থ= নমনীয়
- উম্মে হাবিবা (Umme Habiba)- অর্থ= প্রেম পাত্রী
- উম্মে আলেয়া (Umme Aleya)- অর্থ= মহৎ
- উম্মে আয়াত (Umme Aiyat)- অর্থ= চিহ্ন, বার্তা
- উম্মে আজ নিহা (Umme Ajniha)- অর্থ= ডানা
- উম্মে আফিদা (Umme Afida)- অর্থ= বিবেক, হৃদয়
- উম্মে জাহরা (Umme Jahra)- অর্থ= জাঁকজমক
- উম্মে জাকিয়া ( Umme Jakiya)- অর্থ= ভালো, বিশুদ্ধ
- উম্মে ওয়াহিদা (Umme Oyahida)- অর্থ= এক, একক
- উম্মে তাসমিয়া (Umme Tasmiya)- অর্থ= আল্লাহর নাম উচ্চারণ করা
- উম্মে সকিনা (Umme Sokina)-অর্থ= প্রশান্তি
- উম্মে রুহামা (Umme Ruhama)-অর্থ= দয়ালু ও করুণাময়
- উম্মে তাহিয়া (Umme Tahiya)-অর্থ= শুভেচ্ছা
- উম্মে জুলফা (Umme Julfa)-অর্থ= কাছে
- উম্মে আতিয়া (Umme Atiya)-অর্থ= দানশীল
- উম্মে মরিয়ম (Umme Moriyom)-অর্থ= ধার্মিক, পবিত্র
- উম্মে আয়মান (Umme Aiman)-অর্থ= ভাগ্যবতী, শুভ
- উম্মে সাদিয়া (Umme Sadiya)-অর্থ= সৌভাগ্যবতী
- উম্মে তুবা (Umme Tuba)-অর্থ= সুসংবাদ
- উম্মে নওশীন (Umme Nowshin)-অর্থ= মিষ্টি মা
- উম্মে সাজেদা (Umme Sajeda)-অর্থ= ধার্মিক
- উম্মে সানজিদা (Umme Sanjida)-অর্থ= বিবেচক
- উম্মে পাপিয়া (Umme Papiya)-অর্থ= সুকন্ঠি নারী
- উম্মে জাকিরাত (Umme Jakirat)-অর্থ= যারা আল্লাহ তাআলা কে স্মরণ করে
- উম্মে তরীকা (Umme Torika)-অর্থ রাস্তা, পদ্ধতি, পথ
- উম্মে শামস (Umme Shams)-অর্থ= সূর্য
- উম্মে তাথির (Ummer Tathir)-অর্থ= শুদ্ধিকরণ
- উম্মে শিফা (Umme Shifa)-অর্থ= পুনরুদ্ধার, নিরাময়
- উম্মে শুহাদা (Umme Shuhada)-অর্থ= সাক্ষী, শহীদ
- উম্মে শাকিরিন (Umme Shakirin)-অর্থ= কৃতজ্ঞ বেশি
- উম্মে শান (Umme Shan)-অর্থ= পদমর্যাদা
- উম্মে নুজুম (Umme Nujum)-অর্থ= তারা
- উম্মে আসমা (Umme Asma)-অর্থ= নাম
- উম্মে আতকা (Umme Atoka)-অর্থ= সচেতন
- উম্মে বাহিজ (Umme Bahij)-অর্থ= করুণাময়, সুন্দর
- উম্মে ফয়জুন (Umme Foijun)-অর্থ= বিজয়ীরা
- উম্মে বাহজা (Umme Bahja)-অর্থ= দীপ্তি, আনন্দ
- উম্মে ইলাফ (Umme Ilaf)-অর্থ= নিরাপত্তা, চুক্তি
এই পোস্টটিতে অনেকগুলো উম্মে দিয়ে মেয়েদের ইসলামিক নাম দেওয়া আছে আশা করি
আপনার মেয়ের জন্য এখান থেকে যে কোন একটি নাম উপযুক্ত হবে।
উম্মে দিয়ে আরো কিছু ইসলামিক নাম ইংরেজিসহ
- উম্মে আক্তার (Umme Akter)
- উম্মে জান্নাতুল (Umme Jannatul)
- উম্মে হোসেন (Umme Husena)
- উম্মে হাসিনা (Umme Hasina)
- উম্মে তামান্না (Umme Tamanna)
- উম্মে খাদিজা(Umme Khadija)
- উম্মে ইরাবতী (Umme Iraboti)
- উম্মে তাবাসুম (Umme Tabassum)
- উম্মে নাদিয়া (Umme Nadiya)
- উম্মে আনিকা (Umme Anika)
- উম্মে আয়েশা (Umme Aiysha)
- উম্মে ইসলামী (Umme Isalami)
- উম্মে আমিনা (Umme Amina)
- উম্মে সামিয়া (Umme Samiya)
- উম্মে তুবা (Umme Tuba)
- উম্মে লিজা (Umme Lija)
- উম্মে আনিকা (Umme Anika)
- উম্মে মুসকান (Umme Muskan0
- উম্মে তাহমিনা (Umme Tahmin)
- উম্মে আরিফা (Umme Arifa)
- উম্মে অনামিকা (Umme Anamika)
- উম্মে খাদিজা (Umme Khadija)
- উম্মে মারিয়া (Umme Mariya)
- উম্মে শরিফা খাতুন (Umme Sarifa Khatun)
- উম্মে আসমা আফিয়া (Umme Asma Afiya)
- উম্মে ফাবিহা বুশরা (Umme Fabiha Bushra)
- উম্মে খালিদা রিফাত (Umme Khalida Rifat)
- উম্মে আইনা মনি (Umme Aina Moni)
- উম্মে শওকত আরা (Umme Sowkot Ara)
- উম্মে লিজা মনি (Umme Lija Moni)
- উম্মে এমা কবির (Umme Ema Kobir)
- উম্মে রিয়া মনি (Umme Riya Moni)
- উম্মে জান্নাত (Umme Jannat)
- উম্মে সুলতানা (Umme Sultana)
- উম্মে হাফসা খাতুন (Umme Hafsa Khatun)
- উম্মে শাবনুর নুপুর (Umme Shabnur Nupor)
- উম্মে জামিলা আক্তার (Umme Jamila Akter)
- উম্মে মোহাম্মাদিয়া (Umme Muhammadiya)
- উম্মে খাতুন (umme Khatun)
- উম্মে জান্নাতুল (Umme Jannatul)
- উম্মে শারমিন (Umme Sarmin)
- নুসরাত জাহান উম্মে (Nsrat Jahan Umme)
- উম্মে অপরাজিতা অপি (Umme Oporajita Opi)
- আফিয়া উম্মে (Afiya Umme)
- সামিয়া খান উম্মে (Samiya Khan Umme)
মেয়েদের ইসলামিক নাম রাখার কারণ
মুসলমানের ঘরে মেয়ে কিংবা ছেলে যাই হোক না কেন এই সন্তানের ইসলামিক নাম রাখা প্রয়োজন। ইসলাম ধর্মে অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে যেগুলো ছোট শিশুদের রাখতে হবে। বিভিন্ন হাদিস শরীফে নবজাতক শিশুদের ইসলামিক নাম রাখার কথা রয়েছে। তন্মধ্যে একটি হাদিস হলো-
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তোমরা তোমাদের সন্তানদের সুন্দর ইসলামিক নাম এবং তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করো। এটা মা-বাবার উপর হক (মুসনাদে বাযযার, আলবাহরুয যাখখার) হাদীস-৮৫৪০
তাছাড়া ও ছোট শিশুদের নাম রাখার আরো অনেক হাদীস রয়েছে। মেয়েদের ইসলামিক নাম রাখলে সেটা মা-বাবার জন্য অনেক কল্যাণকর। তাই সবসময়ই আপনাদের ছেলে মেয়েদের ইসলামিক নাম রাখার চেষ্টা করবেন। যদি ইসলামিক নাম খুঁজে না পান তাহলে এ বিষয়ে আপনি আপনার এলাকার আলেম-ওলামাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই পোস্টটিতে ও মেয়েদের উম্মে দিয়ে অনেকগুলো ইসলামিক নাম অর্থসহ আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আপনি আপনার সন্তানদের নাম সব সময় ইসলামিক নাম রাখবেন।
বাচ্চাদের সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম রাখার প্রয়োজনীয়তা
একটি মুসলমানের ঘরে কোন সন্তান জন্ম দিলে তার ইসলামিক নাম রাখতে হয়। ইসলাম
ধর্মের মধ্যে বাচ্চাদের নাম রাখার গুরুত্ব এবং অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে।
মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামীন বিভিন্ন
নবী রাসুলগণকে তাদের নামে ডেকেছেন। তাছাড়াও, পবিত্র কুরআনুল কারীমে সর্বপ্রথম
নাজিরকৃত আয়াতটি হলো- ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক্ব। পড় তোমার রবের নামে,
যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ, এ আয়াতটি থেকে এটাই বুঝা যায় যে মহান আল্লাহ
তাআলা সবার আগে একটি নামকে গুরুত্ব দিয়েছেন।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে
এরশাদ করেছেন, সেদিন তোমাদের নিজ নামে এবং তোমাদের বাবার নামে তোমাদেরকে ডাকা
হবে যেদিন কেয়ামত সংঘটিত হবে। তাই, কোন মুসলমানের ঘরে একটি সন্তান জন্ম নিলে
সব মা বাবারই উচিত সে সন্তানের ইসলামিক একটি সুন্দর অর্থ পূর্ণ নাম রাখা।
যেন সন্তানের নাম শুনলে বুঝা যায় যে এ সন্তানটি একটি মুসলিম ঘরের সন্তান।
কেননা ইহকাল এবং পরকাল এ দুই সময়েই একটি ইসলামিক সুন্দর অর্থপূর্ণ নাম কাজে
আসবে। আমরা মৃত্যুর পর আমাদের সাথে করে কবরে ধন-সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি
কিছুই নিয়ে যেতে পারবো না। আমাদের সাথে আমাদের কবরে একমাত্র ভালো নেক আমল
সুন্দর একটি নামই যাবে। যে নাম ধরে হাশরের মাঠে আমাদেরকে আয়াআল্লাহ তাআলা
ডাকবেন।
পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমে মেয়েদের অনেক সুন্দর সুন্দর
ইসলামিক নাম রয়েছে। সেগুলো নিচে অর্থসহ তুলে ধরা হলো-
- হাসানা (Hasana)-অর্থ= অনুগ্রহআকিবা
- (Akiba)-অর্থ= ফলাফল
- ইনারা (Inara)-অর্থ= আলোকসজ্জা
- জুমার (Jmar)-অর্থ= লোকের ভিড়
- জান্না (Janna)-অর্থ= বাগান, জান্নাত
- আয়াত (Aiyat)-অর্থ= বার্তা
- মরিয়ম (Moriyom)-অর্থ= পবিত্র, ধার্মিক
- জান্নাত (Jannat)-অর্থ= বেহেশত
- নাইমা (ণাইমা)-অর্থ= প্রশান্তি, নরম
- আমিনা (Amina)-অর্থ= সদ----হযরত মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মা
- জাহরা (Jahra)-অর্থ= উজ্জ্বল
- সুমাইয়া (Sumiya)-অর্থ= রাতের সঙ্গী, বাদামী
- আকিবা (Akiba)-অর্থ= ফলাফল
- জাহিয়ান (Jahiyan)-অর্থ= উজ্জ্বল দিন
- সামাহ (Samah)-অর্থ= উদারতা, নম্রতা
এই নামগুলো কুরআনের মধ্যে উল্লেখিত রয়েছে
লেখকের মন্তব্যঃ উম্মে দিয়ে মেয়েদের ইসলামিক নাম
সম্মানিত পাঠক বৃন্দ, আমরা এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপনা
করেছি উম্মে দিয়ে মেয়েদের ইসলামিক নাম সম্পর্কে। আপনি যদি আপনার মেয়ের
ইসলামিক নামটি উম্মে দিয়ে রাখতে চান, তাহলে আমার এই লেখাটি থেকে আপনি যেকোনো
একটি নাম পছন্দ করে আপনার মেয়ের নাম রাখতে পারেন। আশা করি আমার এই আর্টিকেলটি
পড়ে আপনি উপকৃত হয়েছেন।
আমার এই আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের
কাছে আর্টিকেলটি শেয়ার করুন। যেন আপনার বন্ধুও উম্মে দিয়ে মেয়েদের ইসলামিক
নাম এর তালিকা গুলো দেখে মেয়ের একটি ইসলামিক নাম নির্বাচন করতে পারে। এতক্ষণ
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন এরকম নতুন নতুন তথ্য
পাওয়ার জন্য আমার ওয়েবসাইটটি ভিজিট করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে
আর্টিকেলটি শেষ করছি আল্লাহ হাফেজ।
আর এইচ ড্রিম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url