সামনের দাঁত ফাঁকা থাকলে কি হয় বিস্তারিত জানুন

সামনের দাঁত ফাঁকা থাকাটা অনেক কমন একটি বিষয়। অনেকেরই সামনের দাঁত ফাঁকা থাকে। কিন্তু সামনের দাঁত ফাঁকা থাকলে কি হয় সেটা সম্পর্কে ধারণা নেই। সামনের ফাঁকা দাঁত দূর করার অনেক চিকিৎসা পদ্ধতি রয়েছে। যেটার মাধ্যমে আপনি আপনার মুখের সামনে ফাঁকা দাঁত দূর করতে পারবেন।
সামনের-দাঁত-ফাঁকা-থাকলে-কি-হয়
আপনি যদি সামনে ফাঁকা দাঁত থাকার কারণে খুব চিন্তিত হয়ে পড়েন, তাহলে আর চিন্তার কোন কারণ নেই। আমরা এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানাবো সামনের দাঁত ফাঁকা থাকলে কি হয়, সামনে ফাঁকা দাঁত ঠিক করার উপায় এবং এর চিকিৎসা পদ্ধতি ও ফাঁকা দাঁত নিয়ে আরো গুরুত্বপূর্ণ সব তথ্য সম্পর্কে। তাই সম্পূর্ণ আর্টিকেল জুড়ে আমাদের সাথে থাকুন।

পেজ সূচিপত্রঃ সামনের দাঁত ফাঁকা থাকলে কি হয়

সামনের দাঁত ফাঁকা থাকলে কি হয়

সামনের দাঁত ফাঁকা থাকলে কি হয় দাঁতের মাঝখানে যদি ফাঁক থাকে তাহলে অনেকেই সৌন্দর্যের দিক থেকে এটাকে খারাপ মনে করে। আর যাদের দাঁতের বিভিন্ন জায়গায় ফাঁক থাকে তারা প্রাণভরে হাসতেও লজ্জা বোধ করে। সামুদ্রিক একটি শাস্ত্রে, শরীরের যেকোনো অংশ কিংবা শরীরের ভাব ও আকার সম্পর্কে অনেক রকমের ব্যাখ্যা দিয়েছে। তাহলে এখন চলুন জেনে নেওয়া যাক সামনের দাঁত ফাঁকা থাকলে কি হয়।

সমুদ্র শাস্ত্রের তথ্য মোতাবেক, যাদের দাঁতের বিভিন্ন জায়গায় ফাঁক থাকে তারা অত্যন্ত চালাক ও বুদ্ধিমান হয়ে থাকে। তারা অনেক প্রতিভাবান হয়। তারা তাদের জীবনে সফলতা অর্জন করতে পারে। যাদের মুখের সামনের দাঁতের মধ্যে থাকে তারা এনার্জি পরিপূর্ণ হন। যেকোনো কাজকে তারা গুরুত্ব সহকারে সম্পন্ন করে থাকে। তাদের অনেক শক্তি থাকে। তারা অনেক ভাগ্যবান ও হয়ে থাকে।

সামুদ্রিক শাস্ত্র মোতাবেক, যাদের দাঁতের আকার আকৃতি একই হয়ে থাকে তারা খুবই সুখী ও আনন্দময় জীবনযাপন করতে পারে। পেশাদার কোন ব্যক্তির মুখের সামনের দাঁত যদি ফাঁকা থাকে তাহলে এটা দ্বারা এই বুঝাই যে, আল্লাহ যদি চাই তো পেশাদারী ব্যক্তিরা তাদের কর্মজীবনে অনেক সফলতা অর্জন করতে পারবে। এমন ব্যক্তিরা খুব পরিশ্রমী হয় জীবনের যেকোন কাজে তারা হাল ছেড়ে দেন। তারা জানে যে, পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা যায় না, সুখী হওয়া যায় না তাই এজন্য তারা খারাপ সময়ও আতঙ্কিত না হয়ে তাদের পরিশ্রম চালিয়ে যাই।

সামনের ফাঁকা দাঁত ঠিক করার উপায়

সামনের ফাঁকা দাঁত ঠিক করার উপায় অনেকেরই সামনের দাঁত ফাঁকা হয়ে থাকে যার ফলে যার ফলে নিজের কাছে অনেক খারাপ লাগে। এজন্য সে চিন্তিত হয়ে থাকে। মুখের মধ্যে সামনের দাঁত ফাঁকা থাকলে সুন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যায়। বংশগত কারণে মানুষের মুখে সামনের দাঁত ফাঁকা হয়ে থাকে। তাছাড়াও বয়স বাড়ার সাথে সাথে মানুষের দাঁত ফাঁকা হয়। আজকে জানবো সামনের দাঁতের ফাঁকা দূর করার উপায়। চলুন আর দেরি না করে এবার জানা যাক।

বর্তমান বিশ্ব এখন আধুনিকতার সংস্পর্শে এসে চিকিৎসা শাস্ত্র অনেক উন্নতি হয়েছে। ফাঁকা দাঁত দূর করার জন্যও অনেক ভালো ভালো চিকিৎসা রয়েছে। তারমধ্যে সামনের ফাঁকা দাঁত দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকর একটি চিকিৎসা হচ্ছে ভিনিয়ার চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে আপনার মুখের সামনে ফাঁকা দাঁতগুলো খুবই সহজে দূর করা যেতে পারে। এই চিকিৎসাটি খুব কম খরচেই স্বয়ংসম্পূর্ণ করা যায়।

ভিনিয়ার চিকিৎসা পদ্ধতিতে খুবই অল্প সময়ে ফাঁকা দাঁত দূর করা যায়। এ চিকিৎসা পদ্ধতিটি ব্যবহার করে শুধু সামনের ফাঁকা দাঁতই নয় বরং মুখের মাডির যে কোন অংশের ফাঁকা দাঁত খুবই সহজে বন্ধ করা সম্ভব। কম্পোজিট ভিনিয়ার চিকিৎসার মাধ্যমে ফাঁকা দাঁত ঠিক করলে মাড়ির কোন ক্ষতি সাধন হবে না। তাই আপনার মুখের মাড়ির সামনের ফাঁকা দাঁত বন্ধ করার জন্য কম্পোজিট ভিনিয়ার পদ্ধতিতে চিকিৎসা করতে পারেন এটা ফলে আপনার মুখের সামনের ফাঁকা দাঁত বন্ধ করতে পারবেন।

দাঁত ফাঁকা দূর করার চিকিৎসা খরচ

দাঁত ফাঁকা দূর করার চিকিৎসা খরচ আমাদের চেহারার সবচেয়ে সুন্দর্য বৃদ্ধি করে হচ্ছে মুখের হাসি, সুন্দর দাঁত। মুখের দাঁত সুন্দর থাকলে হাসি সুন্দর হয়। অনেকেরই মুখের দাগ ফাঁকা সমস্যায় ভুগছেন। কিন্তু এর কোন সঠিক চিকিৎসা খুঁজে পাচ্ছেন না। বর্তমানে ফাঁকা দাঁত ঠিক করার বিভিন্ন রকমের চিকিৎসা রয়েছে। এরমধ্যে সবচেয়ে কার্যকর দুটি চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটা মাধ্যমে মাড়ির ফাঁকা দাঁত ঠিক করা যায়।
  • ব্রেসেস চিকিৎসা পদ্ধতি
  • কম্পোজিট ভিনিয়ার চিকিৎসা পদ্ধতি
ব্রেসেস চিকিৎসা পদ্ধতিঃ ব্রেসেস চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মূলত দাঁতের উপরে এক প্রকারের ব্রেসেস বসানো হয়ে থাকে। এই পদ্ধতির মাধ্যমে উঁচু-নিচু, আঁকাবাঁকা কিংবা ফাঁকা দাঁতগুলোকে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে আসা হয়। আপনার মাড়ির দাঁতের কোন জায়গা যদি ফাঁকা থাকে তাহলে এ পদ্ধতি মাধ্যমে তাতে ফাঁকা ঠিক করা যায়। ব্রেসেস পদ্ধতিতে ফাঁকা দাঁতের চিকিৎসা করতে অনেক বেশি টাকা খরচ হয়ে থাকে।

কম্পোজিট ভিনিয়ার চিকিৎসা পদ্ধতিঃ বর্তমানে ফাঁকা দাঁত ঠিক করার একটি আধুনিক ও ভালো চিকিৎসা পদ্ধতি হলো কম্পোজিট ভিনিয়ার চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে ফাঁকা দাঁত ঠিক করতে অল্প সময় লাগে। কম্পোজিট ভিনিয়ার পদ্ধতিতে ফাঁকা দাঁত ঠিক করতে চিকিৎসা করলে খুবই সহজে করা যায়। এ পদ্ধতিতে চিকিৎসা করলে খরচও অনেক কম হয়। এ পদ্ধতিতে ফাঁকা দাঁতের চিকিৎসা করলে ১ থেকে ২ ঘণ্টার মতো সময় ব্যয় হয়।
দাঁত-ফাঁকা-দূর-করার-চিকিৎসা-খরচ
ফাঁকা দাঁতের চিকিৎসা করার খরচঃ কম্পোজিট ভিনিয়ার পদ্ধতি ব্যবহার করে ফাঁকা দাঁতের চিকিৎসা করতে খরচ পড়বে আড়াই থেকে তিন হাজার টাকার মতো। এ পদ্ধতি মাধ্যমে ফাঁকা দাঁতের চিকিৎসা করলে দাঁত কাটাকাটির প্রয়োজন পড়ে না। এই চিকিৎসার দায়িত্বকাল ১৩ থেকে ১৫ বছর পর্যন্ত।

দাঁত ফাঁকা হওয়ার কারণ ও প্রতিকার

এখন আপনারা জানবেন দাঁত ফাঁকা হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে। বিভিন্ন কারণে আপনার মুখের সামনের দাঁত ফাঁকা হয়ে যেতে পারে। কিন্তু এতে আপনার ঘাবড়ানোর কোন কারণ নেই। মানুষের যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে এর বিভিন্ন সমাধানেরও উপায় রয়েছে। তাই আপনার যদি কোন কারণে মুখের সামনে দাঁত ফাঁকা হয়ে থাকে তাহলে কি জন্য দাঁত ফাঁকা হয়েছে ও এর কি কি প্রতিকার রয়েছে সেটা সম্পর্কে জানুন।

দাঁত ফাঁকা হওয়ার বিভিন্ন কারণ-
জেনেটিক কারণে দাত ফাঁকা হয়ঃ অনেক সময় লক্ষ্য করবেন জেনেটিক কোন কারণে আপনার দাঁত ফাঁকা হয়ে যেতে পারে। জেনেটিক কারণ বলতে বোঝায়, আপনার বংশের পূর্বপুরুষের কারো যদি কোন প্রকার অসুস্থতা হয়ে থাকে সেই সূত্রে সেটা আপনার উপর প্রভাব থেকে। ঠিক তেমনি আগে যদি আপনার বংশের কারো দাঁত ফাঁকা হয়ে থাকে সেই কারণে আপনার দাত ও ফাঁকা হতে পারে। তাই বলা যায়, দাঁত ফাঁকা হওয়ার একটি কারণ হলো জেনেটিক সমস্যা।

দাঁত আকার ছোট হওয়ার কারণেঃ যদি আপনার দাত বেশি ছোট হয় তাহলে আপনার দাঁত ফাঁকা হয়ে যেতে পারে। এর কারণ হলো আপনার দাঁতের মাড়ি ফিলাপ করার জন্য পুরো মাড়ি জুরে দাঁত উঠলে আপনার দাঁত ছোট হওয়ার ফলে দুটি দাঁতের মধ্যবর্তী জায়গা ফাঁকা হয়ে যায়। তাই দাঁত ফাঁকা হওয়ার আরও একটি কারণ হলো দাঁত আকারে ছোট হওয়া।

মুখের চোয়াল বড় হওয়ার কারণেঃ সচার আচার মুখের চোয়াল যেমন হয়ে থাকে তার থেকে আপনার মুখের চোয়াল যদি আকারে বড় হয়ে থাকে তাহলে আপনার দাঁতের বিভিন্ন জায়গায় ফাঁকা হতে পারে। কারণ দাঁত উঠে পরিপাটি হওয়ার সময় যদি আপনার মুখের চোয়াল ভরা থাকে তাহলে সেক্ষেত্রে তার ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। তাই দাঁত ফাঁকা হওয়ার আরও একটি মুখ্য কারণ হলো মুখের চোয়াল বড় হওয়া।

রোগ হওয়ার কারণেঃ আপনার শরীরে যদি অনেক রকমের রোগ থেকে থাকে তাহলে সে ক্ষেত্রে আপনার দাঁত ফাঁকা হয়ে যেতে পারে। এরমধ্যে অন্যতম একটি রোগ হল যদি আপনার হাড় জনিত কোন রোগ থাকে কিংবা দাঁত ক্ষয়ের রোগ থেকে থাকে তাহলে আপনার ফাঁকা হয়ে যেতে পারে। তাছাড়াও আপনার মুখের চোয়ালে যদি কোন আঘাত থাকে এর জন্য দাঁত ফাঁকা হয়ে থাকে।

অনেক সময় ধরে অতিরিক্ত দাঁত ব্রাশ করার কারণেঃ আপনি যদি প্রতিদিন ৫-৬ বার করে দাঁত ব্রাশ করেন এবং প্রত্যেকবার অনেক বেশি সময় নিয়ে দাঁত ব্রাশ করতে থাকেন তাহলে এর প্রভাবে আপনার দাঁত ফাঁকা হয়ে যেতে পারে। কারণ বেশি করে দাঁত ব্রাশ করলেই দাঁতের মধ্যে থাকা ক্যালসিয়াম নষ্ট হয়ে দাঁত ফাঁকা হয়ে যেতে পারে।

দাঁত ফাঁকা হওয়ার প্রতিকারঃ আপনার দাঁত যদি কোনভাবে উপরিউক্ত কারণে থাকা হয়ে থাকে তাহলে এর জন্য আপনি অনেক রকমের চিকিৎসা করতে পারেন। কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি চিকিৎসা হলো ব্রেসেস চিকিৎসা পদ্ধতি ও কম্পোজিট ভিনিয়ার চিকিৎসা পদ্ধতি। এ দুটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ফাঁকা দাঁতের চিকিৎসা করতে পারেন। কিন্তু এর মধ্যে অল্প খরচে চিকিৎসা হলোকম্পোজিট ভিনিয়ার চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে ফাঁকা দাঁতের চিকিৎসা করলে খুব কম সময় লাগবে এবং অর্থ ও কম ব্যয় হবে।

দাঁত ফাঁকা দূর করার ঘরোয়া উপায়

অনেকেরই সামনের দাঁত ফাঁকা থাকার কারণে এটা নিয়ে চিন্তায় মগ্ন হয়ে যান। আবার অনেকে আছে যাদের সামনের ফাঁকা দাঁত রয়েছে কিন্তু চিকিৎসা করার মত টাকা নেই তাদের জন্য রয়েছে দাঁত ফাঁকা দূর করার ঘরোয়া উপায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক, দাঁত ফাঁকা দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে। আপনার দাঁত যদি ফাঁকা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটি রাবার দিয়ে ফাঁকা দুই দাঁতের মাঝখানে বেঁধে রেখে দিতে পারেন।
দাঁত-ফাঁকা-দূর-করার-ঘরোয়া-উপায়
এভাবে কিছুদিন চেষ্টা করুন। এটা মাধ্যমে আপনার ফাঁকা দাঁত ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ রাবার দিয়ে দুই দাঁতের মাঝখানে বেঁধে রাখলে এটা আপনার দুই রাতের মধ্যে চাপ সৃষ্টি করবে ফলে ফাঁকা দাঁত ভালো হতে পারে। তবে এটি ব্যবহারের ফলে একটি অসুবিধাও রয়েছে। সেটি হলো সামনে মাঝখানে ফাঁকা দাঁত দূর করার জন্য যখন আপনি রাবার দিয়ে টাইট করে বেঁধে রাখবেন তখন বাধার কারণে পাশের দাঁত থাকা হওয়া শুরু করতে পারে। তবে সামনের ফাঁকা দাঁত ঠিক করার জন্য পাশে দাঁত যদি একটু ফাঁকা হয় তাহলে কোন সমস্যা হবে না। এভাবে যদি কিছুদিন আপনি চেষ্টা করেন তাহলে ফাঁকা দাঁত ঠিক হয়ে যাবে।

দাঁত ফাঁকা দূর করার দোয়া

আপনারা হয়তো অনেকেই আপনাদের ফাঁকা দাঁতের অনেক প্রকার চিকিৎসা করেছেন। কিন্তু এতে কোন ফলাফল পাননি। তবে ফাঁকা দাঁত দূর করার দোয়া ও আমল রয়েছে সেগুলো যদি আপনি যথাযথ ভাবে পালন করতে পারেন ইনশাআল্লাহ আপনার ফাঁকা দাঁত দূর হয়ে যাবে। ফাঁকা দাঁত দূর করার জন্য সবার আগে আপনাকে যেটি করতে হবে সেটি হলো আল্লাহর উপর ভরসা করা।

ফাঁকা দাঁত জোড়া লাগানোর আমল
অল্লোহু যুল ফাজ লিল আজিম (সূরা আলে ইমরান আয়াত-৭৩)

আপনি যদি একাধারে ১৭ দিন পর্যন্ত প্রতিদিন তিনবার করে (প্রতিবারে-৯৩ বার) পাট করতে পারেন তাহলে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলার চাই আপনার ফাঁকা দাঁত ঠিক হয়ে যাবে। তবে সে ক্ষেত্রে আপনার ঈমান মজবুত থাকতে হবে তাহলেই এই আমলটি করলে আপনার কাজে আসবে। যেহেতু আপনি অনেক চিকিৎসা করার পরেও আপনার সমস্যা সমাধান হয়নি তাই আল্লাহ তাআলার উপর ভরসা রেখে প্রতিদিন এই আমলটি করুন। ইনশাআল্লাহ এটার ফলে আপনার ফাঁকা দাঁত ঠিক হয়ে যাবে।

লেখকের মন্তব্যঃ সামনের দাঁত ফাঁকা থাকলে কি হয়

আমাদের মুখের হাসির সৌন্দর্য বৃদ্ধির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে আমাদের দাঁত। আর যখন আমাদের সামনের দাঁত যখন ফাঁকা থাকে এটা নিয়ে চিন্তিত হয়ে যায়। এই আর্টিকেলটিতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি সামনের দাঁত ফাঁকা থাকলে কি হয়, ফাঁকা দাঁত দূর করার করার ঘরোয়া উপায়, দাঁত ফাঁকা দূর করার দোয়া ইত্যাদি আরো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। আশা করি, আমার এই লেখাটি পড়ে আপনি অনেক উপকৃত হবেন।

আমার এই আর্টিকেলটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আর্টিকেলটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। যেন আপনার বন্ধুরাও ফাঁকা দাঁত দূর করার দোয়া গুলো জেনে উপকৃত হতে পারে। ফাঁকা দাঁত নিয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিনিয়ত এবং নিত্য নতুন আপনার প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার লেখাটি শেষ করছি আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর এইচ ড্রিম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url